মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
দেড় যুগ ধরে ঘুমিয়ে রয়েছেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ। তাকে ঘুম থেকে জাগানোর চেষ্টায় কোটি কোটি টাকা খরচও করা হয়েছে। কিন্তু জাগেননি তিনি। খবর মিডলইস্ট মনিটর।আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল আল সৌদ বিশ্বের কাছে ‘ঘুমন্ত রাজপুত্র’ (স্লিপিং প্রিন্স) হিসেবে পরিচিত। কোমায় থাকার কারণে বিগত ১৮ বছর ধরে তিনি শয্যাশায়ী।২০০৫ সালে মাত্র ১৮ বছর বয়সে রিয়াদে একটি দুর্ঘটনার মুখোমুখি হন ওয়ালিদ। তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জানান, মস্তিষ্কে চোট লাগার কারণে তিনি কোমায় চলে গিয়েছেন।যুবরাজ ওয়ালিদ, সৌদি রাজ পরিবারের সদস্য খালিদ বিন তালাল আল সৌদের ছেলে এবং সৌদি ধনকুবের ব্যবসায়ী আলওয়ালিদ বিন তালালের ভাইপো।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved