ফরহাদ খান, নড়াইল
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইল তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নড়াইল পৌর এলাকার বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা সহকারী তথ্য অফিসার মনিরুল বাশার, মাদরাসার শিক্ষক মাহবুবুর রশিদ লাবলুসহ অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved