মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :সাকিব আল হাসান মানেই নতুন কিছু। মাঝে মধ্যেই অদ্ভুত অনেক ঘটনা ঘটিয়ে থাকেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই যেমন বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে হুট করেই সামাজিক যোগাযযোগমাধ্যমে পোস্ট করে বসলেন, 'আমি আর খেলব না' লিখে। একদিন পরে জানা গেল সাকিবের সেই পোস্টের রহস্য ।এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে সাকিব আল হাসানের নেতৃত্বে ইতিহাস গড়ার স্বপ্ন বুনছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন সময় হুট করেই নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব লেখেন, ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি...’।দলের মহাগুরুত্বপূর্ণ সময়ে সাকিবের এমন পোস্ট ভাইরাল হয়েছে মুহূর্তেই। কারণ পোস্টটি মজার ছলে করা নাকি কোনো বিজ্ঞাপনের অংশ, তেমন কোনো ইঙ্গিত ছিল না। তবে অনেক সমর্থকই ইঙ্গিত করেছিলেন বিজ্ঞাপনের দিকে। অবশেষে তাদের ধারণাই সঠিক প্রমাণিত হয়েছে। আরও পড়ুন: আমি আর খেলবো না: ফেসবুক পোস্টে সাকিব
সাকিব আল হাসানের ওই পোস্টটি মূলত একটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনের অংশ। শুক্রবার নিজের অফিশিয়াল ফেসবুকে পোস্ট করে সেটা স্পষ্ট করেছেন সাকিব নিজেই। ক্যাপশনের শুরুতেই তিনি লিখেছেন, আমি খেলব না, খেলবে এবার বাংলাদেশ।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved