প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২৩, ৮:২০ অপরাহ্ণ
উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে মুসল্লীর মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আব্দুল করিম (৬০) নামের এক মুসল্লীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার বিকেল ৫টায় পৌর শহরের মসজিদুল হুদায়। তিনি উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি এলাকার মৃত অহরুদ্দিনের ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, আব্দুল করিম হাটের রোগী ছিলেন। শুক্রবার সকালে তার ভাই আমজাদ হোসেনের পৌর শহরের বাড়িতে যান। বিকেলে বাজারে ওষুধ কিনতে গিয়ে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদুল হুদায় (বড় মসজিদ) যান। এ সময় অসুস্থ হয়ে পড়লে সেখানেই মারা যান তিনি।
মসজিদের খাদেম আব্দুল হাকিম জানান, আসরের আজান শেষে মসজিদে গিয়ে দেখি তিনি মেঝেতে পড়ে আছেন। পড়ে কয়েকজন মুসল্লীসহ উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের ছোট ভাই আজাদ আলী জানান, আব্দুল করিম হার্টের রোগী ছিলেন। সকালে ছোট ভাই আমাজাদ হোসেনের বাড়িতে যান। আসরের নামাজ পড়তে গিয়ে তার মৃত্যু হয়। আব্দুল করিম পাঁচ সন্তানের জনক বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved