মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইএল টি-টোয়েন্টি শুরু হবে আগামী বছর। জানুয়ারীর ১৯ তারিখে শুরু হয়ে আসর চলবে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। এ লিগের আগের আসরে কোনো পাকিস্তানি ক্রিকেটারই খেলার অনুমতি না পেলেও এবার বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার এবার খেলবেন বলে জানা গেছে। বিশাল অঙ্কের প্রস্তাবে খেলার কথা ছিল বাবর আজমেরও। তবে শেষ পর্যন্ত তা ফিরিয়ে দিয়েছেন তিনি। দেশটির একাধিক গণমাধ্যমের মতে, পাকিস্তানি অধিনায়ক খেলবেন আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে।পাকিস্তনের গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইএল টি-টোয়েন্টি লিগের অনুষথিত হতে যাওয়া দ্বিতীয় আসরে বেশ কয়েকজন পাকিস্তানি ক্রিকেটার খেলবেন। এদের মধ্যে শাহিন আফ্রিদি, শাদাব খান এবং আজম খানদের ডেজার্ট ভাইপারসের হয়ে খেলতে দেখা যেতে পারে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved