মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ফিফা নারী র্যাঙ্কিংয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে পেছনে ফেলে দুই ধাপ উন্নতি করে শীর্ষস্থান দখল করেছে সুইডেন। শুক্রবার প্রকাশিত এই র্যাঙ্কিং অনুযায়ী স্পেনকে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো। সুইডিশরা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। সিডনির ফাইনালে ওলগা কারমোনার প্রথমার্ধের একমাত্র গোলে ইংল্যান্ডকে পরাজিত করে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। স্বাগতিক অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় স্থান লাভ করে সুইডেন। বিশ্বকাপ জয়ী স্পেনের র্যাঙ্কিংয়ে চার ধার উন্নতি হয়েছে। গ্রুপ পর্বে তারা যদি জাপানের কাছে ৪-০ গোলে পরাজিত না হতো তবে হয়তোবা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ওঠার সুযোগ থাকত। আগের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থাকা যুক্তরাষ্ট্রের পর চতুর্থ স্থান নিশ্চিত করেছে ফাইনালে পরাজিত ইংল্যান্ড। শেষ ষোলতে সুইডেনের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে এত আগে কখনই বিদায় নেয়নি মার্কিন দলটি। গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ে জার্মানি চার ধাপ নীচে নেমে ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
শীর্ষ ১০ ফিফা র্যাঙ্কিং
অবস্থান দেশ পয়েন্ট
১. সুইডেন ২০৬৯.১৭
২. স্পেন ২০৫১.৮৪
৩. যুক্তরাষ্ট্র ২০৫১.২১
৪. ইংল্যান্ড ২০৩০.১৪
৫. ফ্রান্স ২০০৪.১৭
৬. জার্মানি ১৯৮৭.৬৭
৭. নেদারল্যান্ড ১৯৮৪.৫
৮. জাপান ১৯৬১.৩৫
৯. ব্রাজিল ১৯৪৯.৪১
১০. কানাডা ১৯৪৪.৮৪
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved