মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি লিগ কিংবা লঙ্কা প্রিমিয়ার লিগ কোনো জায়গায়ই সুবিধা করতে পারেননি লিটন দাস। বাংলাদেশি এই ওপেনারের ব্যাটে ছিল রান খরা, আর দুই-এক ম্যাচে রান পেলেও স্ট্রাইকরেট ছিল প্রশ্নবিদ্ধ। এশিয়া কাপের মতো বড় আসরের আগ মুহূর্তে লিটনের এমন ফর্ম কিছুটা হলেও ভাবাবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে। তবে লিটনের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতে নারাজ চন্ডিকা হাথুরুসিংহে।
লিটনের সাম্প্রতিক ফর্ম নিয়ে শনিবার সংবাদ সম্মেলনে প্রধান কোচ বলেন, 'লিটনের ফর্ম নিয়ে আমি চিন্তিত না। সে টি-টোয়েন্টিতে কানাডা এবং শ্রীলঙ্কায় কিছু ম্যাচ খেলেছে। সেখানে তেমন রান পায়নি। কানাডার পিচগুলোও খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। সে যা রান করেছে তা দলের জন্য ইমপ্যাক্টফুল ছিল। হ্যা, আমরা চাই সে এশিয়া কাপ ও বিশ্বকাপে বড় ভূমিকা রাখুক।' ক্যারিয়ারের শুরু থেকেই নিজের ব্যাটিং প্রতিভার স্বাক্ষর রেখেছেন লিটন। ব্যাট হাতে কভার ড্রাইভ, স্কয়ার কাট কিংবা পুল শট যেন কোনো চিত্রশিল্পীর তুলির আচড়! তবে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে না পারা তার উন্নতির পথে বড় বাধা। হাথুরুসিংহে মনে করেন, সেই সমস্যা কাটিয়ে আরও দাপুটে ব্যাটিং করবেন এই ওপেনার। লিটনের ইনিংস বড় করতে না পারা তার চোখে সমস্যা কিনা এমন প্রশ্নের জবাবে হাথুরু বলেন, 'হ্যা, অবশ্যই এটা চিন্তার বিষয়। সে আরো ভালো করতে পারতো। আমরা বিশ্বাস করি, সে যা দেখাচ্ছে তার থেকে ভালো করার সামর্থ্য আছে তার। দুই বছর আগেই সে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল আমরা আশা করছি সে আবার তেমন পারফর্ম করবে।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved