এন,এম,সজীব বিরামপুর থেকে।
দিনাজপুর জেলাধীন বিরামপুর উপজেলার অন্তর্গত বিরামপুর পৌর শহরের পার্শ্ববর্তী ঢাকা- দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ঐতিহাসিক আলতা দিঘীর পাশ ঘেঁষে অবস্থিত ঐতিহ্যবাহী বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসাটি সরকারি বিধি মোতাবেক পরিচালিত হয়ে আসছে । ঘনসবুজের সমারোহে ঘেরা অত্যন্ত মনোমুগ্ধকর ও নয়নাভিরাম পরিবেশে অবস্থিত এ মাস্টার্স পর্যায়ের মাদরাসাটি সুনামের সহিত প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম মহোদয় গর্ভনিং বডির সমন্বয়ে পরিচালনা করে আসছেন।
প্রায় দুইযুগের মধ্যে এবারে সর্বাধিক সংখ্যক প্রতিদ্বন্দ্বী গভর্নিং বডির নির্বাচনে অংশগ্রণ করে। গত ২৬ আগস্ট শনিবার বিরামপুর উপজেলাধীন বিজুল দারুল হুদা কামিল স্নাতকোত্তর মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদ প্রার্থীদের নির্বাচনে সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়, এবং বৈকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়। উৎসব মুখর ও সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট গণনা
সহ গভর্নিং বডির সদস্য নির্বাচন এর ফলাফল ঘোষণা করেছেন প্রিজাইডিং অফিসার।
মোট অভিভাবক ভোটার- সংখ্যা ১৩০৪ জন।
মোট ভোট কাস্ট হয়েছে- ৪৬১টি তন্মধ্যে নষ্ট ভোট ১টি।
মোট অভিভাবক সদস্য প্রার্থী - ১৪ জন।
মোট অভিভাবক সদস্য নির্বাচিত হলেনঃ ৩ জন।
১ম স্থানঃ জনাবঃ মোঃ মিজানুর রহমান - ২৪৪ ভোট।
২য় স্থানঃ জনাবঃ সোঃ মুশফিকুর রহমান -২০৫ ভোট।
৩য় স্থানঃ জনাবঃ নবাব আলী- ১৫৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন তিন অভিভাবক সদস্য।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved