মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলা পুলিশ ও ইন-সার্ভিস সেন্টার, হবিগঞ্জ এর আয়োজনে সপ্তাহব্যাপী দক্ষতা উন্নয়ন কোর্স শুরু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) মৌলভীবাজার পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল ও নায়েক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য এক সপ্তাহ মেয়াদী ধারাবাহিক দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধন করা হয়। ধারাবাহিকভাবে চলমান এই দক্ষতা উন্নয়ন কোর্সের এটি ১২ম ব্যাচ। কোর্সে অংশগ্রহণকারীদেরকে আধুনিক ও স্মার্ট পুলিশিং, অস্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণ এবং বিদ্যমান আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ইন সার্ভিস সেন্টার হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শাহ কবির, মৌলভীবাজার আরওআই রিজার্ভ অফিস এর পুলিশ পরিদর্শক মো. হুমায়ূন কবির, মৌলভীবাজার পুলিশ লাইনস্ এর আরআই মো. আব্দুল হান্নান। এছাড়াও উদ্বোধনী অনুষ্টানে অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved