মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :ওমানের সালালায় বিশ্বকাপ বাছাই এশিয়া ‘ফাইভ এ সাইড’ হকিতে বাংলাদেশ নারী দল অষ্টম স্থান অর্জন করেছে। আজ (সোমবার) বিকেলে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ৮-৫ গোলে হেরে গেছে বাংলাদেশ। এই চাইনিজ তাইপেকে গ্রুপ পর্যায়ে ১০-৫ গোলে হারিয়েছিল বাংলাদেশ।গ্রুপ পর্যায়ে বাংলাদেশ তাইপকে উড়িয়ে দিলেও আজ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রথমার্ধ শেষে ৪-৪ স্কোরলাইন ছিল। দ্বিতীয়ার্ধে তাইপে আরো ৪ গোল করলেও বাংলাদেশ মাত্র ১ গোল বাড়াতে সক্ষম হয়। ফলে হার নিয়ে শেষ হয় নারীদের মিশন। বাংলা প্রবাদ, ‘শেষ ভালো যার, সব ভালো তার’-চাইনিজ তাইপের বিপক্ষে হেরে বাংলাদেশের শেষটা ভালো হয়নি। বাংলাদেশের নারীরা সেমির সম্ভাবনা জাগিয়ে অষ্টম হওয়াটা খানিকটা হতাশার তবে চার বছর পর আন্তর্জাতিক অঙ্গনে এমন পারফরম্যান্স আবার বেশ প্রশংসনীয়। টুর্নামেন্টজুড়ে অর্পিতা ও রিয়া দুর্দান্ত খেলেছেন৷ আজও দুই জন মিলে ৫ গোল করেছেন। আগামীকাল থেকে পুরুষ ইভেন্ট শুরু হবে। গতকাল অসীম-সারওয়াররা সালালায় অনুশীলনও করেছে। নারী দল দেশে ফিরে আসবে শিগগিরই। তবে কোচ জাহিদ হোসেন রাজু পুরুষ দলেও কোচিং করাবেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved