মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :লিওনেল মেসি ইন্টার মায়ামিতে গিয়ে রাজত্ব করছেন। ৯ ম্যাচেই করে ফেলেছেন ১১ গোল। করিয়েছেন আরও তিনটি। অভিষেক টুর্নামেন্টেই দলকে জিতিয়েছেন শিরোপা। ক্লাবের প্রত্যাশার ষোলো আনা পূরণ করেছেন এক মাসের মধ্যেই। তবে তার দলের হোম গ্রাউন্ড ডিআরভি পিএনকে স্টেডিয়ামটা আর্জেন্টাইন মহাতারকার জন্য বেমানানই। এখানে আসন সংখ্যা মাত্র ১৮ হাজার। নেই পর্যাপ্ত সুযোগ সুবিধাও।দলের সাবেক গোলরক্ষক নিক মার্সম্যান তো বলেই বসেছিলেন, মেসিকে দলে আনার জন্য প্রস্তুত নয় ইন্টার মায়ামি। এমন মন্তব্যের জেরে অবশ্য ক্লাব থেকে বিদায়ও করা হয়েছে তাকে।এবার অবশ্য সেসব বিতর্কের অবসান হতে চলেছে। মেসির জন্য নতুন এক ঠিকানা বেছে নিয়েছে ইন্টার মায়ামির মালিকপক্ষ। আগামী ২০২৫ সালেই নতুন স্টেডিয়ামে যাবে মায়ামি। যার নাম রাখা হয়েছে ‘মায়ামি ফ্রিডম পার্ক।’ ধারণা করা হচ্ছে, স্টেডিয়ামে ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম হবে এটি।লাবের অন্যতম মালিক জর্জ মাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০২৫ সালে মেসিকে এই মাঠেই দেখা যাবে, ‘ইন্টার মায়ামির সঙ্গে আমার পরিবার সত্যিকারের যুগান্তকারী কিছু তৈরির কাজে হাত দিয়েছে। চার বছরের মধ্যে আমরা পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ফুটবলের ব্যাপারে ধারণা বদলে দিয়েছি। মায়ামি ফ্রিডম পার্কের নির্মাণের ক্ষেত্রে সেই একই লক্ষ্য আমাদের পথ দেখাচ্ছি।’নতুন স্টেডিয়ামকে স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে রেখেছেন জর্জ মাস, ‘স্পোর্টস কমপ্লেক্স কেমন হতে পারে তার একটা নতুন মাইলফলক আমরা তৈরি করবো। মায়ামির বাসিন্দাদের সারাবছরের জন্য খাবার আর বিনোদনের একও ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা আমাদের। আমাদের সর্বাধুনিক এই স্টেডিয়ামে দর্শকদের আমন্ত্রণ জানানোর জন্য তর সইছে না। সেইসঙ্গে ২০২৫ সালে প্রথমবারের মত স্টেডিয়ামে মেসি এবং আপনাদের ইন্টার মায়ামির খেলোয়াড়দের নামে স্লোগান শোনার অপেক্ষায় আছি।’
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved