মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বহুল প্রতীক্ষিত এশিয়া কাপ আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে। তবে বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। তবে মাঠে নামার একদিন আগে আজ বুধবার বদল এসেছে স্কোয়াডে। ভাইরাস জ্বরে আক্রান্ত হওয়ার কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছেন লিটন দাস। আর তারকা এই ওপেনারের ছিটকে যাওয়ায় নতুন করে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।
ডাক পেয়েই আজ দুপুরে শ্রীলঙ্কার বিমান ধরেছেন বিজয়। দেশ ছাড়ার আগে চেয়েছেন দোয়া। টুর্নামেন্ট শুরুর মুহূর্তে বিজয়ের আচমকা এমন দলে ডাক পাওয়া নিয়ে কথা বলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক সাকিব। এ সময় তিনি বলেন, 'যেহেতু আমাদের আরেকজন উইকেটকিপার নাই, অতিরিক্ত উইকেটকিপার সো এটা একটা আমাদের জন্য ফ্যাক্টর। আর লাইক ফর লাইক বলবো লিটনও টপ অর্ডার ব্যাটিং করে বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে। আর যদি ইনকেস মুশফিক ভাইয়ের কিছু হয়। বিশেষ করে ম্যাচ চলাকালীন সময়ে। কনকাশন হতে পারে ছোট খাটো ইনজুরি হতে পারে দেখা যাচ্ছে যে উনি ওইদিন কিপিং করতে পারছে না।' 'যেহেতু এখন একটা রুলস আছে যে, দ্বিতীয় উইকেটকিপার যদি ম্যাচে না খেলে তাহলে সেও উইকেটকিপিং করতে পারবে। এটাও একটা অপশন, সো ওই গ্যাপগুলো ফিল করার জন্য বিজয়কে পিক করা।' এর আগে দেশ ছাড়ার আগে গণমাধ্যমে বিজয় বলেন, 'আমার আসলে বেশি কিছু বলার নেই। শুধু এইটুকু বলার যে সবার প্রচুর ভালবাসা আর প্রচুর দোয়া ছিল। সেই কারণে হয়ত আজকে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছি। আপনারা দোয়া রাখবেন যেভাবে করে যাচ্ছেন আমার জন্যে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আমার শতভাগ দেয়ার।দোয়া রাখবেন, আমি টাইগার্স ক্যাম্পে যেহেতু ছিলাম। জেমি সিডন্সের আন্ডারে ছিলাম। ভালো প্রস্তুতি হয়েছে। বাকিটা দেখছি, সুযোগ যদি আসে, চেষ্টা করব।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved