মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :বিদেশ থেকে পার্সেল ও ডলার-পাউন্ড এসেছে বলে বিভিন্ন মানুষের কাছে দেয়া হয় ফোন। এসব পার্সেল গ্রহণ করতে ট্যাক্স দেয়ার জন্য লাগবে টাকা। তাই টাকা পাঠানোর জন্য বলা হয়। এভাবেই একটি চক্র হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।গ্রেফতার আসামিরা হলো: এসএম মনিরুজ্জামান, রনি ও শাহীন।এপিবিএন জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্যাংকের শতাধিক হিসাবের চেকবই, বিভিন্ন ব্যাংকের ৭৬টি এটিএম কার্ড ও ৩৪টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলেও জানায়
মঙ্গলবার (২৯ আগস্ট) মিরপুর কসাইবাড়ি এলাকা থেকে এমন একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved