মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে ডাক্তার সংকট নিরসন, বিভিন্ন পরীক্ষার অচল যন্ত্রপাতি সচল করা, আউটডোর ইনডোর চিকিৎসা সেবার মান উন্নয়ন, সকল সিন্ডিকেট বন্ধ ও পরিস্কার পরিচ্ছন্নতার দাবিতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী ও সমাজকর্মীরা। বুধবার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবী ও সমাজকর্মীবৃন্দের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শেখ বোরহান উদ্দিন (র:) ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ মহিবুর রহমান মুহিব। এদিকে মানববন্ধনের অনুমতি নেই দাবি করে পুলিশ প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল থেকে অবস্থান নেয়। মানববন্ধনকারীরা পুলিশের বাধায় প্রেসক্লাবের পাশে মোড়ে অবস্থান নেয়। সেখানে মানববন্ধন করতে চাইলে স্কুল কলেজ খোলা থাকায় কোন মানববন্ধন করা যাবেনা বলে পুলিশ মানববন্ধনকারীদের বাধাঁ দেয়। এবং ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। মানববন্ধন শেষে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয় করেন মানববন্ধন আয়োজনকারীরা। এসময় সম্মিলিত সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব বলেন, মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ নানা সংকটে জর্জরিত। যার ফলে জেলার ২৫ লক্ষ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে ১৬ টি চিকিৎসক পদশূন্য, রোগ নির্ণয়ের অনেকগুলো মেশিন নষ্ট এবং প্রশিক্ষিত অপারেটর না থাকা, ভিতর ও বাহিরে অপরিচ্ছন্ন পরিবেশ, রোগিদের নিম্নমানের খাবার সাপ্লাই, ভালো ঔষধ না পাওয়া, মর্গ হাউজের নানান সংকট ও সমস্যা, বিভিন্ন টেষ্টের ক্ষেত্রে হাসাপাতালে কর্তব্যরত নার্স ও কর্মচারীদের সিন্ডিকেট গড়ে উঠা এবং রোগী ও তাদের স্বজনদের সাথে দুর্ব্যবহার করা সহ নানান অনিয়ম ও অব্যবস্থাপনায নিয়ে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আযয়োজন করেছিলাম। কিন্তু আমরা মানববন্ধন করতে এসে দেখলাম পুলিশ আমাদের বাঁধা দিচ্ছে। আমরা জানি না মূলত কি কারণে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা দেওয়া হল
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved