মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ছোট বেলায় একটি বিজ্ঞাপনে মডেল হয়ে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শিশুশিল্পী হিসেবে তার খ্যাতি ছিল আকাশচুম্বী। সেই ছোট্ট দীঘি এখন পুরোদস্তুর নায়িকা। ইতোমধ্যে বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েবসিরিজে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।সম্প্রতি নতুন এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি হয়েছেন চুক্তিবদ্ধ। এ বছরের নভেম্বরে ‘দেয়াল’ শিরোনামের এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তবে এই সিনেমায় নায়কহীন তিনি। তার বিপরীতে কোনো নায়ককে দেখা যাবে না। মূলত গল্পটাই এমন, যেখানে নায়কের প্রয়োজনও নেই।এ প্রসঙ্গে গণমাধ্যমে দীঘি বলেন, সিনেমাটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ-আলোচনা চলছিল। শুরুতে কাজটা করা নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বেও ছিলাম। কিন্তু পরে ভাবলাম, গল্পে যেহেতু চ্যালেঞ্জ আছে, আমি চ্যালেঞ্জটা নিতে চাই। নিজেকে অন্য রকমভাবে পর্দায় উপস্থাপনেরও একটা লোভ ছিল। ভাবলাম, জীবনে নতুন অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হই। তাই রাজি হয়েছি।তিনি আরও বলেন, এ ধরনের গল্পে কিন্তু আমাদের এখানে কাজ খুব একটা হয় না। গল্প সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তাই এর বেশি আর কিছু জানাতে পারছি না। এখন আমি চরিত্রটির জন্য নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছি। প্রসঙ্গত, কিছুদিন আগে দীঘি শেষ করেছেন ‘জীবন জুয়া’ নামে একটি অ্যানথোলজি চলচ্চিত্রের কাজ। সিনেমাটিতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস। মুক্তির অপক্ষায় আছে দীঘি অভিনীত চলচ্চিত্র ‘মুজিব’।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved