প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ
হুট করে বিজয়কে দলে নেয়ার কারণ ব্যাখ্যা করলেন সাকিব
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : জ্বরের কারণে দলের সঙ্গে এশিয়া কাপ মিশনে অংশ নিতে পারেননি দলের সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যানকে লিটন দাস। লিটনের জন্য টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করলেও পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত তার পরিবর্তে আরেক উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে স্কোয়াডে ডাকা হয়। বুধবার (৩০ আগস্ট) দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে শ্রীলঙ্কায় উড়ে যান বিজয়। প্রাথমিক স্কোয়াডে না থাকা বিজয় কেন হুট করে এশিয়া কাপের মূল স্কোয়াডে?
বুধবার অধিনায়ক সাকিব আল হাসান টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে সেই ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, উইকেট কিপিংয়ের বিবেচনায় মূলত বিজয়কে উড়িয়ে আনা হচ্ছে। সাকিব বলেন, ‘যদি মুশফিক ভাইয়ের কিছু হয় বিশেষ করে খেলার সময়; কনকাশন হতে পারে, ছোট খাটো ইনজুরি হতে পারে। দেখা যাচ্ছে ওইদিন উইকেট কিপিং করতে পারবে না। যেহেতু একটা নিয়ম আছে সেকেন্ড উইকেট কিপার থাকলে সেও উইকেট কিপিং করতে পারবে। তাই আমাদের এই গ্যাপগুলো পূরণ করার জন্য বিজয়কে দলে নেয়া।’ সাকিব আরও বলেন, ‘যেহেতু আমাদের আরেকজন অতিরিক্ত উইকেট কিপার নেই, তাই আমাদের জন্য এটা একটা বিষয়। আর লিটনও টপ অর্ডারে ব্যাটিং করে, বিজয়ও টপ অর্ডারে ব্যাটিং করে।’ কয়েক দিন ধরেই জ্বরে ভুগছেন লিটন। জ্বর কমলেও পুরোপুরি সুস্থ হয়ে না উঠায় এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন সহ-অধিনায়ক লিটন। তার পরিবর্তেই ডাক পেয়েছেন বিজয়। এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না বিজয়। তবে বাংলাদেশ টাইগার্সের হয়ে ক্যাম্প করছিলেন তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved