কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধি মানুষের উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সূবর্ণজন সেবা কেন্দ্র ও সূবর্ণজন বান্ধব নৌকা উদ্বোধন করেছে ফ্রেন্ডশীপ সংস্থা।রেছে ফ্রেন্ডশীপ সংস্থা। বৃহস্পতিবার ৩১ আগস্ট দুপুরে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা বাজার ঘাট এলাকায় সূবর্ণজন বান্ধব নৌকা ও ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন করেন ফ্রেন্ডশীপ সংস্থাটিটি। উদ্বোধনী সুর্বণজন সেবা কেন্দ্রটিতে রয়েছে ফিজিওথেরাপি দেওয়ার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি রয়েছে, সেইসাথে স্নায়ুর সমস্যা জনিত শিশুদের জন্য প্রয়োজনীয় উপকরণ সহ একটি বিশেষ কক্ষ রয়েছে। এই সেবা কেন্দ্রে যেসব সেবাগুলি প্রদান করা হবে সেগুলি হল-অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিও থেরাপির পাশাপাশি নিয়মিত চেকআপ ও দৈনন্দিন জীবন যাপনে করণীয় বিষয়ে থেরাপিউটিক কার্যক্রম। ফ্রেন্ডশিপের অন্যান্য সেবাম কার্যক্রমের মত নাম মাত্র মূল্যে এই সেবা প্রদান করা হবে। অন্যদিকে ”সুবর্ণজন বান্ধব নৌকা” নামে যে নতুন একটি নৌকা তৈরী করা হয়েছে যার বিশেষত্ব হল এটি যথাসাধ্য চেষ্টা করা হয়েছে যাতে করে প্রতিবন্ধি ব্যক্তিরা সহজেই এটিতে চড়তে পারেন এবং সেবা কেন্দ্রে আসতে পারেন। এই নৌকাটিতে হুইল চেয়ার, স্ট্রেচার সহ অন্যান্য নিরাপত্তার অন্যান্য উপকরণও রয়েছে যেমন জীবন রক্ষাকারী বয়া ও জ্যাকেট। এই নৌকাটি প্রত্যন্ত চরাঞ্চলের সেবা গ্রহিতাদের সেবা কেন্দ্রে এসে সেবা গ্রহণে উৎসাহ প্রদান করবে। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর ই মোর্শেদ, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।সমাজ কল্যান অধিদপ্তরের উপ পরিচালক রোকোনুল ইসলাম একই সাথে রোটারির পক্ষ থেকে রোটারী ক্লাব রমনা এর প্রেসিডেন্ট খাইর উদ্দিন খান এবং আশেক উল ইসলাম। ফ্রেন্ডশিপ ইনক্লসিভ সিটিজেনশিপ সেক্টর এর সিনিয়র পরিচালক আয়শা তাশিন খান, উপ-পরিচালক আহমেদ তৌফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার আবু মোহাম্মদ শিহাব এবং সিনিয়ন আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাঈম কামরানসহ ফ্রেন্ডশিপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে এই সুর্বণজন সেবা কেন্দ্রের সকল প্রয়োজনীয় উপকরণ রোটারী ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়েছে। এই মহতি কার্যক্রমের মাধ্যমে ফ্রেন্ডশিপ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে পিছিয়ে থাকা প্রতিবন্ধি মানুষদেরকে সমাজের সকলে সাথে প্রাপ্ত মর্যাদার সাথে বসবাসের সুযোগের জন্য আরো দায়বদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved