প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৩, ১:৩৯ অপরাহ্ণ
ডোমারে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা শুভ উদ্বোধন
রবিউল হক রতন, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার বিকেলে বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা শুভ উদ্বোধন করা হয়েছে।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি নীলফামারীর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান, বিশেষ অতিথি ডোমার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবির,, কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবু সফি মাহমুদ, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট, স্ত্রী রোগ ও প্রসুতি ( বিশেষজ্ঞ) ডাঃ ফারজানা আফরিন প্রমুখ।
এ সময় বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা নিতে আসা বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব বোড়াগাড়ী গ্রামের বটতলি বাজার এলাকার প্রথম রোগী সুজন রায়(২০) বলেন, আমার গাল ও গলা ফুলে গেছে। ভীষণ ব্যথা। ২ শ' টাকার টিকিট কেটেছি। এই সময় হাসপাতালে ডাক্তার পেয়ে চিকিৎসা সেবা নিতে পারায় আমি খুবই খুশি। এটা যেন চালু থাকে। তাহলে সবাই উপকৃত হবে।
প্রধান অতিথি নীলফামারীর সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান জানান, কোন সেবার কত ফি, সেটার মুল্য তালিকা সরকার থেকে নিধারিত। সেটা তালিকা টাংগানো আছে। ২০টি উপজেলার মধ্যে ডোমারকে নিধারন করায় সরকারকে ধন্যবাদ। ডোমারে এ সেবা চালু হাওয়ার বিষয় সবাইকে প্রচারের অনুরোধ করেন। ছবি আছে।
উল্লেখ্য, সারাদেশে আজ বৃহস্পতিবার ৩০ শে মার্চ ১২ জেলার ২০ উপজেলায় বিশেষ বৈকালিক স্বাস্থ্য সেবা শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী ডাঃ জাহিদ মালেক।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved