নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ায় ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ময়না গ্রামে স্থাপিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া ও নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহম্মেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রেজাউল করিম, ওয়ালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান, সদস্য হারুনর রশিদ, শহিদ পরিবারের সন্তান অধ্যপক ইদ্রিস আলী মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা ঘোষণার মাত্র চার দিনের মাথায় ৩০ মার্চ ময়না গ্রামে উত্তরবঙ্গে সর্বপ্রথম পাকিস্তানী হানাদারবাহিনীর সাথে মুক্তি জনতা, ইপিআর ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়েছিলো। ময়না যুদ্ধে প্রায় অর্ধশত প্রতিরোধকারী বাঙ্গালি শহীদ ও ৩২ জন আহত হন। এ যুদ্ধে পাক হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্ট ধ্বংস হয় এবং বাহিনীর প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খান জনতার হাতে ধরা পড়ে। পরের দিন ৩১ মার্চ লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গুলি করে হত্যা করা হয়। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে আসছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved