মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বেশ সমালোচনার মুখে ছিল টাইগাররা। এছাড়া আফগানদের বিপক্ষে মাঠে নামার আগে ছিল বাঁচা-মরার প্রশ্ন। এই ম্যাচে হারলেই ছিটকে পড়তে হতো এশিয়া কাপের আসর থেকে। এমন অবস্থার মধ্যে থেকে অবশ্য বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের দল। রানের হিসেবে ৮৯ রানের জয়, এমন জয়ের পর অবশ্য টাইগারদের সুপার ফোর নিশ্চিত এক প্রকার। তবুও আনুষ্ঠানিকভাবে এখনো আসেনি কোনো বার্তা। যে কারণে রোববার আফগানদের বিপক্ষে ম্যাচ শেষে সুপার ফোরে খেলা নিয়ে জানতে চাওয়া হলে সাকিব দিয়েছেন সাদামাটা উত্তর। টাইগার অধিনায়ক বলেন, ‘এটা (সুপার ফোর) আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা আমাদের সেরাটা চেষ্টা করেছি। আমার মনে হয় আমরা যা করতে পারতাম, করেছি। হয়তো প্রথম ম্যাচে আমাদের জন্য ছিল না। কিন্তু এই ম্যাচে আমরা প্রপার ক্রিকেট খেলেছি।’
সাকিব কিছুটা বিনয়ী থাকলেও কার্যত সুপার ফোর নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এশিয়া কাপে গ্রুপ ‘বি’তে তলানিতে আছে আফগানিস্তান। বাংলাদেশকে ছিটকে দিতে হলে পরের ম্যাচ শেষে আফগানিস্তানের রানরেট হতে হবে +০.৩৭৪। তাদের নেট রান রেট এখন -১.৭৮০। তার মানে পরের ম্যাচে তাদের নেট রান রেট নিয়ে যেতে হবে ১.৭৮০+.৩৭৪= ২.১৫৪। কিন্তু, বিপত্তি অন্য জায়গায়। এত বড় ব্যবধানে হারলে আবার শ্রীলঙ্কার নেট রান রেট নেমে যাবে ঋণাত্মকের ঘরে (+০.৯৫১-২.১৫৪= -১.২০৩)। সেক্ষেত্র বাদ পড়বে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কা যেকোন ব্যবধানে জয় পেলে বিদায় নিশ্চিত হচ্ছে আফগানদের। সমীকরণের মারপ্যাঁচ পেরিয়ে বাংলাদেশ যে তাই সুপার ফোরে খেলছে তা নিশ্চিতই বলা চলে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved