মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এমন একটি পদক্ষেপ নিয়েছে, যা তাদের দক্ষতাকে আরো বৃদ্ধি করবে। দেশটির সেনাবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে রোবোটিক কুকুর, যেগুলোর হাতে থাকবে মেশিনগান আর তৈরি হবে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। এটি যেন সায়েন্স ফিকশন সিনেমা থেকে উঠে আসা কোনো ঘটনা। খবর টেকটাইমস। আশাজাগানিয়া এ প্রজেক্টটি এখন পরীক্ষামূলক পর্যায়ে। আশা করা হচ্ছে, প্রতিকূল পরিবেশে মিলিটারি অপারেশনের পথে আরো বিপ্লব নিয়ে আসবে এ প্রকল্প। ফার্স্টপোস্টের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এসব রোবট কুকুরের হাতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা করছে একটি নির্দিষ্ট ধারায়। এআইভিত্তিক এসব রোবো কুকুরকে সেসব স্থানে পাঠানো হবে যেখানে গতানুগতিক চাকা পরিচালিত যানবাহন পৌঁছানো কঠিন। ফলে সেখানে কৌশলগত বেশ সুবিধা পাওয়া যাবে। এমন প্রকল্পের পেছনে মূলত ঘোস্ট রোবোটিকসের ভিশন ৬০ কোয়াডরাপড আনম্যানড গ্রাউন্ড ভেহিকল (কিউ-ইউজিভিএস) ধারণাটি কাজ করছে। মিলিটারি ডটকমের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর কমব্যাট ক্যাপাবিলিটিস ডেভেলপমেন্ট কমান্ডের (দেভকম) বিজ্ঞান গবেষক ভাবনজট সিং এ প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন। সিং আরো জোর দিয়ে বলেন, এসব রোবোটিক কুকুরের মূল সুবিধা হলো সেসব জায়গায় পৌঁছতে সক্ষম হওয়া যেখানে গতানুগতিক গাড়িগুলো যেতে পারে না। তাতে করে সেনাবাহিনীর নানা কার্যক্রমের ক্ষেত্রে বেশকিছু সম্ভাবনার দ্বার খুলে যাবে। রোবোটিক কুকুরের হাতে অস্ত্র তুলে দেয়া এবং সেনাবাহিনীর পাশাপাশি তাদের মোতায়েন করার সিদ্ধান্ত রোবোটিক খাত এবং সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved