মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের শেয়ার কিনছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। এ খাতে তালিকাভুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি কোম্পানির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার দশমিক ৪ থেকে দশমিক ৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য মতে, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৪৯ লাখ ৫ হাজার ৫১০টি শেয়ার রয়েছে। এই শেয়ারের এর মধ্যে গত ৩১ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৫ দশমিক ৫৬ শতাংশ। যা ৩০ জুনে ছিল ১৫ দশমিক ৫২ শতাংশ। অর্থাৎ নতুন করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দশমিক ৪ শতাংশ শেয়ার কিনেছেন। ২০১২ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সোমবার দিনের শুরুতে লেনদেন হয়েছে ২১৮ টাকা ৯০ পয়সাতে। এ খাতের ২০০৯ সালে তালিকাভুক্ত একটি বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। ৩০ জুন কোম্পানির ৫ দশমিক ৭৫ শতাংশ শেয়ার ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। এক মাসের ব্যবধানে ৩১ জুলাই সেই শেয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৫ দশমিক ৮১ শতাংশে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে কোম্পানির দশমিক ৬ শতাংশ শেয়ার কিনেছেন। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ২৮৬ টাকা ৬০ পয়সা। তবে বিপরীত চিত্র ছিল বহুজাতিক আরেক কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শেয়ারে। গত ৩০ জুনে ২০২০ সালে তালিকাভুক্ত এই কোম্পানির শেয়ারের ১ দশমিক ৬৬ শতাংশ ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। ৩১ জুলাই সেই শেয়ার সংখ্যা দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৬৫ শতাংশে। আজ দিনের শুরুতে শেয়ারটির মূল্য ছিল ৩০ টাকা।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved