মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি পদে সামিম আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কে এম ইকবাল হোসেন ও সহ-সভাপতি পদে কাজী আনোয়ারুল হক ও মো. এনামুল হক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) পল্টনে অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০২৩-২০২৪ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিপিজিএমইএ’র ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন বোর্ডের অন্য সদস্য, এফবিসিসিআই পরিচালক হাফেজ হারুন অর রশিদ এবং আবুল খায়ের উপস্থিত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, গত ২ সেপ্টেম্বও অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য নির্বাচিত হন। পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৭ সদস্য হলেন, সাধারণ গ্রুপ─ সামিম আহমেদ, কাজী আনোয়ারুল হক, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, খাদেম মাহমুদ ইউসুফ। সহযোগী গ্রুপ─ নুর আলম বাচ্চু, মো. আবুল খায়ের। বিপিজিএমইএ’র ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদে আছেন─ সামিম আহমেদ, কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক, মো. এনামুল হক, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, গিয়াসউদ্দিন আহমেদ, হুমায়ুন কবির বাবলু, মোসাদ্দেকুর রহমান নান্নু, মো. ইয়াকুব, নুর আলম বাচ্চু, মো. আব্দুল মান্নান, এ টি এম সাঈদুর রহমান বুলবুল, মো. শাহজাহান, মো. খোরশেদ আলম, আমান উল্লাহ, মো. আব্দুর রশিদ ভূঁইয়া, আব্দুল কাদের জিলানী, মো. আবুল খায়ের এবং খাদেম মাহমুদ ইউসুফ।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved