এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
সান্তাহার রেলওয়ে থানাধীন বগুড়া রেলওয়ে স্টেশনে লালমুনি হাট থেকে ছেড়ে আসা ঢাকা গামী লালমুনি এক্সপ্রেস ট্রেনের ’ঘ’ বগিতে অভিযান চালিয়ে ব্রিফকেসে থাকা ১০০ বোতল ফেন্সিড্রিলসহ রিতা আক্তার ইতি বেগম(৩৩),নামের এক মহিলা যাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে। রিতা আক্তার ইতি বেগম নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া গ্রামের স্বপন আলীর মেয়ে।
সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানান যায়, সোমবার দুপর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের একটি দল ঢাকা গামী লালমুনি এক্সপ্রেস ট্রেনের ’খ’ বগিতে অভিযান চালিয়ে ওই যাত্রীর সিটের নিচে থাকা ১০০ বোতল ফেন্সিড্রিলসহ তাকে গ্রেফতার করে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মুক্তার হোসন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি নিজে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ী রিতা আক্তার ইতি বেগমকে(৩৩), ১০০ বোতল ফেন্সিড্রিলসহ গ্রেফতার করিয়েছি। মাদক দ্রব্য আইনে মামলার প্রস্ততি চলছে। আগামীকাল মঙ্গলবার তাকে বগুড়া জেল হাজতে পাঠাানো হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved