প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ণ
জুড়ীতে হাতির আক্রমণে মাহুতের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাতির আক্রমণে হাতির মাহুত নিহত হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের বাঁশমহালে হাতিটিকে নিয়ন্ত্রণে আনতে গেলে মাহুত গোলাম মোস্তফা (৪৫) হাতির আক্রমনে মারা যান।
স্থানীয়রা জানায়, সপ্তাহ খানেক ধরে উন্মাদ হাতিটি পাহাড়ের ভেতর থেকে লোকালয়ে এসে অনেক কৃষকের ফসলাদি নষ্ট করে আসছিল।
হাতির মালিক ও কুলাউড়ার কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক জানান, মাহুত গোলাম মোস্তফা দীর্ঘ ৮-১০ বছর থেকে আমার মালিকানাধীন হাতির মাহুত (পরিচালক) হিসেবে কাজ করছেন। সোমবার তিনিসহ ছয়জন মাহুত হাতি আনতে গিয়ে অনাকাঙ্খিত দুর্ঘটনায় হাতির আক্রমণে মাহুত মারা যান। নিহত ব্যক্তির পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved