প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ
শিবগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’র সাংবাদিকবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সাংবাদিক আব্দুর রউফ রুবেলের সভাপতিত্বে ও সাংবাদিক রবিউল ইসলাম রবির সঞ্চালনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সাংবাদিকদের মধ্যে মোহনা টিভির জেলা প্রতিনিধি আতিক রহমান যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল আক্তার মিঠু, ভোরের কাগজের প্রতিনিধি পবন রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, আজকের পত্রিকার প্রতিনিধি খালিদ হাসান, উত্তরের দর্পন প্রতিনিধি সোহেল রানা মিন্টু, ভোরের ডাক প্রতিনিধি রশিদুর রহমান রানা, মাই টিভি প্রতিনিধি কামরুজ্জামান, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছার রহমান মিটু, বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা সভাপতি কামরুল হাসান, আব্দুর রহমান, মোহাম্মদ আলী, জিএম মিজান, সাইদুর রহমান সাজু, , আব্দুর রহমান, মুক্ত সকাল প্রতিনিধি সাজু মিয়া, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক শাহজাহান আলী, রানা, নুরনবী রহমান, বাকি বিল্লাহ, জাহিদুল ইসলাম, জাফর, মিজানুর, ইমরানুল হক, তাহেরা জামান লিপি, ওবায়দুর রহমান, আব্দুল বাসেদ, এসআই সুমন, আব্দুর রহিম প্রমূখ।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও তাহমিনা আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, গণমানুষের বিভিন্ন সমস্যা মুলক অধিকার তুলে ধরায় একজন বস্তুনিষ্ঠ সাংবাদিকের প্রধান লক্ষ্য। প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সমাজ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং, দুর্নীতি, অবৈধ সরকারি ভূমি দখল, বালু উত্তোলন, মাটির টপ সোয়েল উত্তোলন বন্ধে ও একটি সুন্দর উপজেলা গড়তে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved