মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আইসিসির ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন সাকিব আল হাসান। বুধবার খেলোয়াড়দের র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দেখা যায়, ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন সাকিব। তার রেটিং পয়েন্ট ৬২৪। ৭০৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন অজি পেসার জশ হ্যাজেলউড। আরেক অজি মিচেল স্টার্ক রয়েছেন দুইয়ে। সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন দারুণ ফর্মে থাকা পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ওয়ানডে ব্যাটারদের র্যাংকিয়ে উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। চলমান এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত প্রথমবারের মতো ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ের সেরা একশতে জায়গা করে নিয়েছেন। তিনি আছেন ৭৭ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে আছেন মুশফিকুর রহিম। তার অবস্থান ১৯ নম্বরে। এরপর সাকিব ও তামিম ইকবাল রয়েছেন যথাক্রমে ৩৫ ও ৩৬তম স্থানে। সেরা পঞ্চাশের ভেতরে আর আছেন লিটন দাস। তার অবস্থান ৪১ নম্বরে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved