মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বিকাশে মোবাইল রিচার্জ করে ক্রিকেট বিশ্বকাপ দেখার সুযোগের প্রথম সপ্তাহে বিজয়ী হলেন ছয় গ্রাহক। ‘বিকাশ করলেই বিশ্বকাপ’ শীর্ষক পাঁচ সপ্তাহব্যাপী ক্যাম্পেইনের প্রথম সপ্তাহের পুরস্কারের ভাউচার গতকাল বৃহস্পতিবার বিকাশের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে তুলে দেন বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী।
এ সময় বিকাশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রথম সপ্তাহের বিজয়ীরা হলেন— মো. দাউদুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, আব্দুল্লাহ নাফিনুর, মো. জসিম উদ্দিন, মো. রুবেল হোসেন এবং মো. রাসেদুল হাসান। অক্টোবরে ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ গ্রাহকদের সরাসরি দেখার সুযোগ করে দিতে এ ক্যাম্পেইন শুরু করে বিকাশ। ২০ আগস্ট শুরু হওয়া এ অফারে সবচেয়ে বেশিবার বিকাশ থেকে যেকোনো মোবাইল নম্বরে ৫০ অথবা ১০০ টাকা রিচার্জকারী পাঁচ সপ্তাহে মোট ৪০ গ্রাহক পাচ্ছেন এ সুযোগ। ম্যাচ টিকিটের পাশাপাশি বিজয়ীরা পাবেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়া-আসার এয়ার টিকিট এবং ২ রাতের জন্য হোটেল বুকিং। ক্যাম্পেইনটি চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। একজন গ্রাহক পুরো ক্যাম্পেইন চলাকালে পুরস্কারের জন্য শুধুমাত্র একবারই বিবেচিত হবেন।বিশ্বকাপে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ টিকিটের জন্য সবচেয়ে বেশিবার ৫০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকদের বিবেচনা করা হবে। অন্যদিকে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের টিকিটের জন্য বিবেচনায় থাকবেন সবচেয়ে বেশিবার ১০০ টাকা মোবাইল রিচার্জ করা বিকাশ গ্রাহকরা। উল্লেখ্য, বিকাশের মাধ্যমে রিচার্জের দৈনিক লিমিট ৫০ বার এবং মাসিক লিমিট ১৫০০ বার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved