মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় দায়ের করা একটি মাদক মামলা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান মোহাম্মদকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহজাহান মোহাম্মদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পহারচাঁদা এলাকায়। তার বাবার নাম খলিলুর রহমান। র্যাব জানায়, ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকা থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় শাহজাহান। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। ৬ মাস পর জামিন নিয়ে তিনি আর আদালতে হাজির হননি। পলাতক অবস্থায় তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ হয় এবং রায় ঘোষণা হয়। রায়ে অভিযুক্ত শাহজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved