মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের জাহিন আনাম আঁচল নামে আরও এক ছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসায় তার মৃত্যু হয়।
জাহিন আনাম আঁচল ভিকারুননিসা স্কুলের প্রধান শাখার (দিবা) বাংলা মাধ্যমের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। কয়েকদিন আগে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন জাহিন। বৃহস্পতিবার তিনি মারা যান। এ নিয়ে গত দুই মাসে ডেঙ্গুতে প্রাণ গেলো ভিকারুননিসার তিন ছাত্রীর। ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে জানান, জাহিন আনাম আঁচল আমাদের মূল শাখার দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলেন। বাংলা ভার্সনের বি সেকশনে তার রোল ছিল ১৯। যতদূর জেনেছি, সে খুব ভালো মেয়ে ছিল। পরিবারের বরাতে অধ্যক্ষ জানান, কয়েকদিন আগে জ্বর হওয়ায় জাহিনের ডেঙ্গু পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ এলেও শারীরিক অবস্থা কিছুটা ভালো থাকায় সে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে তার শরীর বেশ খারাপ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে বাসাতেই তার মৃত্যু হয়। জাহিনের অকাল মৃত্যুতে ভিকারুননিসা পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক শোক বার্তায় জাহিনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved