এএফএম মমতাজুর রহমান
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন, সবার জন্য শিক্ষা নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার শিক্ষার মানোন্নয়ন বিষয়ে সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে সভাটির আয়োজন করা হয়। সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ ছায়ফুল ইসলাম জোয়ারদারের সভাপতিত্বে ও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মশিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ্য শাহানাজ পারভীন, আধুনিক কারিগরি কলেজের অধ্যক্ষ ময়েন উদ্দীন প্রামানিক, আদমদীঘি ঈশ^র পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জু আরা বেগম, কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৃপেনন্দ্রনাথ দাস, নুরুল ইসলাম, বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয়ের আমজাদ হোসেন, কদমা উচ্চ বিদ্যালয়ের সিদ্দিকুর রহমান, কড়ই আলিম মাদরাসার আব্দুস সামাদ, ধামাইল ঘোড়াদহ দাখিল মাদরাসার রহমতুল্যাহ, রামপুরা দাখিল মাদরাসার মজিবর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ, শাহজাহান ও নুরজাহান প্রমূখ।
অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলার শিক্ষকরা শিক্ষা কার্যক্রম নিয়ে সমস্যার কথা তুলে ধরেন। সেসব সমাধান করে শিক্ষার মানোন্নয়ন করতে নানা ধরনের পরামর্শ চান অনুষ্ঠানের প্রধান অতিথি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved