সোহেল সানী। দিনাজপুরের পার্বতীপুরে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিার্থীদের মাঝে বাই-সাইকেল ও দুস্থ, অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ীর কমিটির সভাপতি ও পার্বতীপুর-ফুলবাড়ী এলাকার সংসদ সদস্য অ্যাড. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো: হাফিজুল ইসলাম প্রামাণিক, পৌর মেয়র মো: আমজাদ হোসেন ও উপজেলা প্রকৌশলী মো: আহসান হাবীব প্রমুখ। অনুষ্ঠানে ‘উপজেলা উন্নয়ন সহায়তা’ খাতের অনগ্রসর উপজেলা বিবেচনায় অ্যাড. মোস্তাফিজুর রহমান এমপির বরাদ্দ উপখাত থেকে ৬০ জন দরিদ্র মেধাবী শিার্থীকে বাইসাইকেল ও ৩৬ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, কন্যা শিার্থীদের লেখাপাড়ায় মনোনিবেশ ও নিজেদেরকে আত্ম-নির্ভরশীল করে তুলতে কন্যা শিার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved