এন,এম,সজীব বিরামপুর থেকে।
দিনাজপুরের বিরামপুর বিএসসি ইঞ্জিনিয়ার আমির হোসেন সুজন তৈরী করলেন ❝বিরামপুর অনলাইন সেবা❞ নামে একটি অ্যাপস। অ্যাপটিতে মিলবে জরুরী সকল বিভিন্ন মুখী তথ্য সেবা। হাতের মুঠোয় বিরামপুর উপজেলার সকল সরকারি-বেসরকারি সেবা দিতে বিরামপুর অনলাইন সেবা মোবাইল অ্যাপটি তৈরি করেছেন।
আমির হোসেন সুজন-দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আঠারোজানি গ্রামের মোঃ আজমল হোসেন এর ছেলে,বিরামপুর যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল হোসেনের মেয়ে জামাতা এবং চায়না সিয়ান ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি থেকে আর্কিটেকচার বিএসসি সম্পূর্ণ করেছেন।
অ্যাপটির নির্মাতা আমির হোসেন সুজন মুক্তিনিউজ২৪ ডমকম কে জানান,অ্যাপটিতে এখন প্রায় ২০ টি ক্যাটেগরীতে দিনাজপুর বিরামপুর উপজেলার সকল অনলাইন সেবা সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি এ নিয়ে কাজ করছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপার এবং বিডিং নির্মাতা যুবক সুজন। তার বিরামপুর অনলাইন সেবা অ্যাপে মিলবে উপজেলার সকল জরুরী সব সেবা।
অ্যাপটির নির্মাতা আমির হোসেন আরও জানিয়েছেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে বিরামপুর কে তথ্য-সমৃদ্ধ এলাকা হিসেবে তুলে ধরার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। যে কেউ চাইলেই তাৎক্ষণিক জরুরিী অনলাইন সেবা নিতে পারবেন।
https://play.google.com/store/
কেনাকাটা,শিক্ষা বোর্ড এর রেজাল্ট বের করা, জন্মনিবন্ধনের জন্য আবেদন, জন্মনিবন্ধন ভুল সংশোধন, নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন, পাসপোর্টের জন্য আবেদন থেকে শুরু করে সমস্ত সেবা একটি অ্যাপে। প্রতিনিয়ত এই অ্যাপটির আপডেট করা হবে বলেও তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved