প্রতিনিধি, পীরগঞ্জ (রংপুর);
রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পীরগঞ্জ মহাবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময়ে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের এম.এল.এস.এস নাজমুল হক ও ল্যাব এসিস্ট্যান্ট রাসেল মিয়া কেন্দ্র সচিবের কে প্রবেশ করে গোপনে প্রশ্নপত্র বের করে পাচারের চেষ্টা করে। এসময় কক্ষ পরিদর্শক জহিরুল ইসলাম তা দেখে ফেলে এবং তাদেরকে হাতে নাতে আটক করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ত্বকী ফয়সাল তালুকদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিদের আটক করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পাচার চেষ্টার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৬ (১) ধারা মোতাবেক ওই দু’জনকে দোষী সাব্যস্ত করে উক্ত আইনের তফসিলভুক্ত পাবলিক পরীাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ ধারার অপরাধে অপসহায়তার নিমিত্তে ১৩ ধারায় প্রত্যেককে ২ বছরের কারাদন্ড ও ৫০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি আনোয়ারুল ইসলাম জানান, দন্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved