মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ও এসএমসি ফার্মাসিউটিক্যালের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১০ সেপ্টেম্বর কক্সবাজারের হোটেল সি প্যালেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের উভয় প্রতিষ্ঠানের অর্জিত ব্যবসার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য সেরা সেলস টিমের কর্মীদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে এসএমসি’র বোর্ড অব ডিরেক্টরস’র চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসি’র বোর্ড অব ডিরেক্টরস’র সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান চৌধুরী। এসএমসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তছলিম উদ্দিন খান তার বক্তব্যে কঠোর পরিশ্রম এবং দক্ষতার সঙ্গে কাজ করার জন্য বিক্রয় প্রতিনিধিদের প্রশংসা করেন। এসএমসি এন্টারপ্রাইজ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আমিরুল হক তার বক্তব্যে বিপণন কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন। সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের পারফরম্যান্স উপস্থাপন করেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড’র বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার সি এন মন্ডল ও এসএমসি ফার্মাসিউটিক্যালের হেড অব বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শেখ জাহিদুর রহমান। সম্মেলনে অন্যান্যের মধ্যে এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড’র বোর্ড অব ডিরেক্টরস’র পরিচালক ও সদস্য, এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved