মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের দুই ম্যাচেই হতাশাজনক পারফর্ম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টেই অবশ্য দেখা গিয়েছে ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা। এরইমাঝে নিশ্চিত হয়েছে বাংলাদেশের বিদায়। তবে এখনও বাকি এক ম্যাচ। ভারতের বিপক্ষে নিয়মরক্ষার সেই ম্যাচে অংশ নেওয়ার আগে তিন দিনের ছুটি পেয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। চলমান টুর্নামেন্টের মাঝে ছুটি পেয়ে বাংলাদেশে এসেছিলেন সাকিব আল হাসান। বিসিবির দেওয়া সেই ছুটি শেষ করে আজ বুধবার কলোম্বোতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। বিষয়টি ঢাকা পোস্টকে দলের ম্যানেজার নাফিস ইকবাল নিশ্চিত করেছেন। তবে, একইদিনে মুশফিকুর রহিমের দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে আর পাওয়া হচ্ছেনা। নবজাতক সন্তানের পাশে থাকতে ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন মুশফিক। তাতে সম্মতি জানিয়েছে বিসিবিও। তাই ভারতের বিপক্ষে এই অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেন, 'মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনো পুনবার্সনের মধ্যে আছে। এই সময়ে স্ত্রী এবং সন্তানের পাশে তার থাকা প্রয়োজন। আমরা তার অবস্থা বুঝতে পেরেছি এবং এই ম্যাচে তাকে ছুটি দিয়েছি।'
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved