কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও জনসচেতনতা তৈরী করতে মাদক বিরোধী বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে মাদক বিরোধী স্লোগান দিয়েছে 'ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস' নামের একটি সংগঠন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সংগঠনটির সদস্যরা পুলিশ সুপারের কার্যালয় সহ জেলা শহরের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে মাদক বিরোধী জনসচেতনতামুলক এই কর্মসূচি পালন করেন। এসময় ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস এর সদস্যরা 'মাদক বিক্রেতার বাড়ি হোক, গণশৌচাগার', 'মাদক তাড়াও, মানুষ বাঁচাও', 'কৌতুহল বশত মাদক গ্রহন, 'মাদক আসক্তির প্রধান কারণ', 'মাদক নির্মুলে পুলিশকে সহায়তা করুন' এধরনের মাদক বিরোধী বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রর্দশন করে মাদক বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মাদক বিরোধী এই কর্মসূচিতে অংশ নেয়া ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস এর সদস্য সানজিদা পারভীন, সাগরিকা দাশ ও চম্পা রানী বলেন, আমরা এই সংগঠনের মাধ্যমে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও জনসচেতনতা তৈরী করতে কাজ করে আসছি। আমরা মাদক মুক্ত একটি রাষ্ট্র চাই। ডিস্ট্রিক্ট ইউথ প্ল্যাটফর্ম ও ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস নামের সংগঠন দুটির সভাপতি শাহিন আলম বলেন, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, বাল্যবিয়ে প্রতিরোধ, নারীর অধিকার আদায় সহ মাদক বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এরই অংশ হিসেবে গতকাল আমাদের ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস এর সদস্যরা শহরের একাধিক গুরুত্বপূর্ন স্থানে মাদক বিরোধী স্লোগান দিয়ে মাদক বিরোধী প্রচারণা চালিয়েছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ডিস্ট্রিক্ট ব্রেভ গার্লস এর সদস্যরা যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সমাজের সকল পর্যায়ের নাগরিকদের অনুরোধ করেন এবং মাদক প্রতিরোধে সকলে সম্মিলিতভাবে পুলিশের পাশে থেকে কাজ করার আহবান জানাই।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved