নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ধর্ষণ মামলার ২০ বছর পর রাজা হোসেন(৪৩) নামের একজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। রাজা হোসেন লালপুর উপজেলার ধনঞ্জয় পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে। সেই সঙ্গে আসামিকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সময় রাজার বয়স ছিল ২৩ বছর।
আজ ৩ এপ্রিল সোমবার বেলা ১১ টার দিকে ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোঃ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে ৩ জুলাই এক নাবালিকা (১৩ বছর) ভিকটিম রাজশাহী থেকে ট্রেনযোগে সকাল দশটার দিকে আব্দুলপুর স্টেশনে এসে নামে। সেখানে থেকে রাজা তাকে বাড়ি পৌঁছে দেয়ার নাম করে ভ্যানযোগে মাধবপুর এলাকায় নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষন করে। পরে তাকে কাজি অফিসে নিয়ে যাওয়ার নাম করে ভিকটিমের চাচার বাড়িতে নামিয়ে দিয়ে যায়। ওই বছরের ৫ জুলাই লালপুর থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা মামলা দায়ের করেন ভিকটিম।
নাটোর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলার রায় ঘোষণা করেন বিচারক। জরিমানার টাকা ভিকটিমকে প্রদান করার নির্দেশ দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved