মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
চীনের হাংজুতে আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আর্চারি দলের নিবিড় অনুশীলন চলছে। আর্চারদের মধ্যে রয়েছেন দেশসেরা রোমান সানাও। এরই মধ্যে গেমসের জন্য তার অ্যাক্রিডিটেশনসহ সবকিছু সম্পন্ন হয়েছে। তবে আর্চারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক বলছেন অন্য কথা। রোমানের এশিয়াডে খেলা এখনো নাকি অনিশ্চিত! যদিও বাংলাদেশ আর্চারি ফেডারেশন এখনো কোনো ঘোষণা দেয়নি। গত রোববার সংবাদ সম্মেলনে এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ কে সরকার বলেছিলেন, ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে।’ তার পরেও ফ্রেডরিক বলছেন, ‘রোমান দলের সঙ্গে অনুশীলন করছে। তবে সে এশিয়াডে খেলবে কিনা জানি না। আন্তর্জাতিক আর্চারি ফেডারেশন থেকে এখনো পুরোপুরি নিষেধাজ্ঞা থেকে তার পরিত্রাণের জন্য সবুজ সংকেত মেলেনি। বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল আমাকে এমনটি জানিয়েছেন।’ তবে রোমানকে ঘিরেই যে সব পরিকল্পনা হচ্ছে সেটি অস্বীকার করেননি জার্মান কোচ। ২০১৯ সালের ১৬ জুন নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়ে হইচই ফেলে দিয়েছিলেন রোমান। এছাড়া ২০২১ সালের ২৩ মে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে দিয়ার সঙ্গে জুটি বেঁধে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টেও রুপা জিতে ইতিহাস তৈরি করেছিলেন। তাই এশিয়াডে রোমানকে নিয়ে স্বপ্নটা বড়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved