হিলি প্রতিনিধি
সীমান্তের নানা বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ হিলি সীমান্তের চেকপোস্টে গেইটের শুন্য রেখা (২৮৫/১১ এস) পিলারের বাংলাদেশ অভ্যন্তরে সৌজন্য সাাৎ শেষে প্রায় দেড় ঘন্টাব্যাপ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় ভারতের বিএসএফের ১৫১ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভগত সিং হিলি জিরো পয়েন্ট এলাকায় আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ২০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তানজিলুর রহমান।
এসময় সেখানে ২০ বিজিবির ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মোঃ মাসুদ রানাসহ দুই দেশের সীমান্তরী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান জানান, ব্যাটালিয়নে যোগদানের পর বিএসএফের সাথে এই টাই প্রথম সৌজন্য সাাৎ। মূলত সীমান্তে সৌহার্দ্য ও সম্প্রতি বজায় রাখতে আজকের এই সৌজন্য সাাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved