মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এবারের এশিয়া কাপে ঘুরেফিরেই আসছে বৃষ্টির প্রসঙ্গ। বাইশগজের ক্রিকেটীয় দ্বৈরথে যেন বড় প্রতিপক্ষের ভূমিকায় হাজির বৃষ্টি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রায় প্রতিদিনই বেরসিক বৃষ্টি বাগড়া দিচ্ছে। আজ নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ। কলোম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
মাঠের দ্বৈরথের আগে বারবার আলোচনায় বৃষ্টি প্রসঙ্গ। যথারীতি আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে কলম্বোতে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। এমনকী দুপুরের পর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা থাকবে আকাশ। ফলে আজও যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ হতে যাচ্ছে এটাই বলা যাচ্ছে। যদিও আকুওয়েদারের আপডেট বলছে, ভারত বনাম বাংলাদেশ ম্যাচে মাত্র কয়েক ঘণ্টা বৃষ্টির প্রভাব পড়তে পারে। কলম্বোতে বিকেল ৫ থেকে ৬টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এই কারণে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে এরপর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। গতকাল একই মাঠে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা। বৃষ্টির বাগড়ায় শেষ পর্যন্ত ৪২ ওভারের ম্যাচ হয়েছিল। এর আগে কলম্বোতে অনুষ্ঠিত প্রায় প্রতি ম্যাচেই বৃষ্টি বাধা ছিল। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচও নির্ধারিত দিনে শেষ হয়নি। ফল এসেছিল রিজার্ভ ডেতে। তবে আশার খবর হচ্ছে, আজ সকালে পরিস্কার রোদ দেখা গেছে কলম্বোর আকাশে। যা সমর্থকদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর। এদিকে, ক্রিকেট ইতিহাস এবং শক্তিমত্তার বিচারে ভারত ও বাংলাদেশ- দুই দলের মাঝে ব্যাপক পার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে দুই দলের দ্বৈরথ বাড়তি উন্মাদনার জন্ম দিয়েছে।বিশেষ করে এশিয়া কাপ ২০১৬ এবং ২০১৮ ফাইনালে বাংলাদেশের হার, ২০১৫ বিশ্বকাপে বিতর্ক আর ঘরের মাঠে বাংলাদেশের দারুণ ফলাফল এই ম্যাচের প্রতি যোগ করেছে বাড়তি উন্মাদনা। এশিয়া কাপে নিয়মরক্ষার ম্যাচ হলেও তাই মর্যাদার লড়াইয়ে ছাড় দিতে রাজি নয় কেউই।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved