মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইনজুরির কারণে এরই মাঝে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। এবার জানা গেল বিশ্বকাপের শুরুতেও অনিশ্চিত এই পেসার। এমনটা জানিয়েছেন খোদ পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
এশিয়া কাপে গত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর এমনটা জানান বাবর আজম। ডান কাঁধের চোট থেকে নাসিম শাহ ঠিক কত দিনে সেরে উঠবেন, সেটি নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছুই জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৬ অক্টোবর, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। টুর্নামেন্টের শুরু থেকে নাসিম পুরোপুরি ফিট থাকবেন কি না সেটা নিয়ে শঙ্কায় বাবর নিজেও। এদিকে নাসিমের মতো ইনজুরিতে আছেন হারিস রউফও। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেননি তিনি। হারিস অবশ্য বিশ্বকাপের আগেই সুস্থ হবেন বলে জানিয়েছেন বাবর। তিনি বলেন, ‘হারিস রউফের অবস্থা ভালো। তার একটু টান লেগেছে। কিন্তু সে বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবে। নাসিম শাহও তাই...তাদের (চোটে) পার্থক্য আছে। সুস্থ হয়ে উঠতে কত দিন লাগবে, জানি না। তবে আমার মতে, নাসিমকেও বিশ্বকাপের শেষ দিকে পাওয়া যাবে। দেখা যাক কী হয়।’ এশিয়া কাপে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে চোট পান নাসিম। আরেক পেসার হারিসও একই ম্যাচে চোট পান। এশিয়া কাপে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে নাসিমের বদলি খেলোয়াড় হিসেবে জামান খানকে নিলেও হারিসকে তারা বাদ দেয়নি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved