মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মজার এক ধাঁধার নাম অপটিক্যাল ইলিউশন। এটা মূলত চোখের সামনে আপনি যা দেখছেন, তা আসলে তা সত্য নয়। আবার প্রখর দৃষ্টিতে ছবি ভেদ করলে ভেতরের আসলটাকেও দেখতে পাবেন। যারা বারবার নিজেকে চ্যালেঞ্জে ফেলতে চান তাদের জন্য অপটিক্যাল ইলিউশন বেশ মজাদার। ইলিউশনের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে। প্রতি মুহূর্তে সেই অভিজ্ঞতা উপভোগ করতে পারেন আপনিও।
এক নজর দেখে বলুন— ছবিতে কী দেখতে পাচ্ছেন? অপটিক্যাল ইলিউশন নিয়ে যে মজার ধাঁধাটি আপনার সামনে তাতে বলা হচ্ছে, একটি শব্দ লুকোনো রয়েছে এতে। চ্যালেঞ্জ হলো, সেই ছবি দেখে বের করতে হবে শব্দটিকে। যে ছবিটি ভাইরাল হয়েছে, এতে রয়েছে একটি মুখের আঙ্গিক। সেখানে মনে হচ্ছে, চোখে চশমা পরে রয়েছেন একজন। তার ঠোঁট খুব মোটা। গলার দিকে কিছুটা শেডও রয়েছে। এই ছবিতে টানা অক্ষরের হাতের লেখায় কোন শব্দটি লুকিয়ে রয়েছে, তা খুঁজে বের করতে হবে।
ছবিতে যা আছে
ছবির এই অংশটিকে সামান্য ৯০ ডিগ্রি কোণে ঘুরিয়ে দেখার চেষ্টা করুন। তাহলে দেখতে পাবেন ইংরেজি একটি লেখা। অপটিক্যাল ইলিউশনে লেখা গোপন শব্দটি হল ‘Liar’।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved