মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ভয়াবহ বন্যায় কয়েক ঘণ্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহর। ঘূর্ণিঝড় ড্যানিয়েলের প্রভাবে হওয়া অতিবৃষ্টির কারণে দেরনার দু’টি পুরোনো বাঁধ ভেঙে যায়। এরপর সেই বাঁধের পানি মানুষসহ শহরটির প্রায় সবকিছু ভাসিয়ে সমুদ্রে নিয়ে যায়। বন্যার আগে দেরনার অবস্থা কেমন ছিল আর বন্যার পর অবস্থা কেমন হয়েছে সেটি ধরা পড়েছে স্যাটেলাইটের ক্যামেরায়। এদিকে শক্তিশালী এই বন্যায় এখন পর্যন্ত লিবিয়ায় প্রায় সাড়ে ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এ সংখ্যা আরও বাড়তে পারে।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved