মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজা: ওসমানীনগর থেকে নিখোঁজ এক শিশুকে মৌলভবিাজার শহরের পশ্চিমবাজারের রাস্তায় খোঁজে পাওয়া পাওয়ার পর পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সদর মডেল থানা পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকালে পরিচয় নিশ্চিত করে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে মডেল থানা পুলিশ।
মডেল থানা সুত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার বাটার মোড় এলাকায় এক শিশু একা একা ঘুরাফেরা করতে দেখে এক সিএনজি অটোরিকসা চালক শিশুটিকে উদ্ধার করে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন। এরপর মডেল থানার নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের অফিসার এসআই শিউলি রানী দে শিশুটির নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করেন। শিশুটি তার নাম-ঠিকানা সঠিকভাবে বলতে না পারায়, সদর থানার এসআই রতন কুমার হালদার 'বিট পুলিশ' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে শিশুটির ছবিসহ একটি পোস্ট করেন। ফেসবুক পোস্ট দেখে শিশুটির বাবা সদর থানায় যোগাযোগ করেন। শিশুটির বাবা মনির মিয়া জানান, তার সন্তানের নাম কাউছার মিয়া। বয়স ৬ বছর। তারা ওসমানীনগর এলাকায় বসবাস করছে। গতকাল রবিবার তার শিশু সন্তান কাউসার কাউকে কিছু না বলে বাসে উঠে মৌলভীবাজার চলে আসে। পরে ফেসবুক পোস্ট দেখতে পেয়ে তারা ছেলের সন্ধান পায়। পরে অফিসার ইনচার্জের নির্দেশে, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের মাধ্যমে শিশুটির পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করেন মডেল থানা পুলিশ। শিশুটিকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মডেল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিশুটির পরিবার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved