মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার শেখ দলিল উদ্দিনের ছেলে শেখ ইসহাক (৭০), মাগুরার মোহাম্মদপুরের খোকন খানের স্ত্রী রুবিয়া বেগম (৬২) ও ফরিদপুর সদর উপজেলার আবুল কালামের স্ত্রী মরিয়ম বেগম (৪১)। ডা. এনামুল হক জানান, গত ১৪ সেপ্টেম্বর দুপুরে মরিয়ম হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে মারা যান তিনি। শুক্রবার দুপুরে রুবিয়া ভর্তি হন ও রাতে মারা যান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শেখ ইসহাক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যান। জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৮০২ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ১৬৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন। ইতোমধ্যে ৭ হাজার ৩৩১ জন রোগী সুস্থ হয়েছেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved