এন,এম,সজীব।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দকৃত জি-আর চাল ৮৬৭টি পরিবারের মাঝে বিতরণের উদ্বোধন করা হয়েছে। এসব চাল শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে দেয়া হয়। উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ৫৫ জন,সিংড়া ইউনিয়নের ৪৭০ জন,পালশা ইউনিয়নের ১৯৭ জন ও ঘোড়াঘাট সদর ইউনিয়নের ১৪৫ জন,মোট ৮৬৭ ভুক্তভোগী পরিবারকে এ চাল দেয়া হয়।
আজ শনিবার ১৬ ( সেপ্টেবর) দিনব্যাপী ঘোড়াঘাট সদর, বুলাকীপুর, সিংড়া ও পালশা ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরাসরি উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ১১ দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য জনাব শিবলী সাদিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান,ঘোড়াঘাট থানার ওসি মোঃ আসাদুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান।
এছাড়াও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী,ঘোড়াঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু,পালশা ইউনিয়নের চেয়ারম্যান কবিরুল ইসলাম,বুলাকীপুর ইউনিয়নের চেয়ারম্যান সদের আলী,সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাত হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুব লীগের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম জালু,নিরুপ সাহা, যুবলীগ নেতা ইফতেখার আহমেদ বাবু,লাবু মিয়া সহ সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব,বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved