পিরোজপুর প্রতিনিধি :
আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি নিশ্চিত করার লক্ষে বিভাগীয় অপরাজিতাদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে ইউরো কনভেশন হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক শামীম। বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মদ ইউনূস, বরিশাল ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলু, বরিশাল জাসদ এর সভাপতি এ্যাড. আব্দুল হাই মাহাবুব, বরিশাল বাসদ এর সদস্য সচিব মনিষা চক্রবর্তি, পিরোজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা বারেক, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তাসলিমা আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী। এসময় বক্তারা বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে সকল রাজনৈতিক দলের সকল কমিটিতে এক তৃতীয়াংশ নারী প্রতিনিধি নিশ্চিত করতে হবে। এসময় বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলা জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved