মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের আগের ম্যাচে আর্সেনালের বিপক্ষে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচের মধ্যে এবারের লিগে সেটি ছিল রেড ডেভিলদের দ্বিতীয় হার। শনিবার (১৬ সেপ্টেম্বর) ব্রাইটনের বিপক্ষে হেরেছে তারা। ওই ম্যাচে দর্শকরা ক্লাবের ইতিহাসের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর নামে রব তুলেন। নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। ২০ মিনিটে দ্য সিগালসদের লিড এনে দেন ড্যানি ওয়েলব্যাক। প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা, গোলও করেছিল তারা। কিন্তু রেফারি ভার রিভিউ দেখে তা বাতিল করে দেন। দ্বিতীয়ার্থের ৮ মিনিটের মাথায় আবার গোল হজম করে ইউনাইটেড। এবার ব্রাইটনের হয়ে জালের দেখা পান প্যাসক্যাল গ্রোব। এমন ম্যাচে দর্শকরা ক্রিস্টিয়ানো রোনালদোর নামে রব তুলেন। গ্যালারিতে তারা বলতে থাকেন ‘ভিভা রোনালদো’। ওই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড তো বটেই, ইংলিশ লিগেরও সেরা খেলোয়াড়দের একজন। গত বছরের ডিসেম্বরে ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করেন তিনি। ম্যানচেস্টারের একের পর এক হারে তাকেই স্মরণ করছেন ভক্তরা, পিছিয়ে পড়েও যে শত শত বার তিনি ক্লাবকে জয় উপহার দিয়েছেন। অবশ্য ব্রাইটনের বিপক্ষে এদিন ম্যানচেস্টার ইউনাইটেড জয় পায়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে তারা। সিগালসদের হয়ে পরের গোলটি করেন জোয়াও পেড্রো। ম্যানচেস্টারের হয়ে একমাত্র গোলটি করেন হ্যানিবাল মেজব্রি।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved