মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :
মস্কোর উপকণ্ঠে ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছে। এতে বলা হয়, শনিবার তার ১টা ৪৫ মিনিটের দিকে মস্কোর ইস্ট্রিনস্কি জেলার ওপর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আলাদা একটি টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ধ্বংসাবশেষ যে স্থানে পড়েছিল, সেখানে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে শনিবার দুপুরে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছিল। এর কিছু পরে উপদ্বীপটিতে আরও চারটি ড্রোন শনাক্তের পর সেগুলোকে ধ্বংস করা হয়। এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউক্রেন সরকার।
প্রকাশক ও সম্পাদক
মোস্তাকিম সরকার
অফিস: বায়তুল আমান হাউজিং সোসাইটি আদাবর, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
বিজ্ঞাপন: ০১৭১৬-৬৪০০৬৯, বার্তা কক্ষঃ ০১৭৩১২৪৪৭৬০
Email: editormuktinews24@gmail.com, info@muktinews24.com
© 2023 মুক্তিনিউজ২৪. All rights reserved